English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৮ ১৪:১১

‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ চেতনা নিয়ে কাজ করছে কালের কণ্ঠ

অনলাইন ডেস্ক
‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ চেতনা নিয়ে কাজ করছে কালের কণ্ঠ

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু তার স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন। সে কারণে এটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ঐতিহাসিক বিশেষ এই দিনটি মাথায় রেখেই কালের কণ্ঠ ২০১০ সালের ১০ জানুয়ারি থেকে প্রকাশ শুরু হয়েছে। পত্রিকাটি প্রকাশের শুরু থেকে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ চেতনা নিয়ে কাজ করে যাচ্ছে।'

বুধবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দেশের শীর্ষ জাতীয় দৈনিক কালের কণ্ঠের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন এ কথা বলেন।

তিনি বলেন, 'আংশিক নয়, পুরো সত্য' স্লোগান নিয়ে আমরা প্রতিটি সংবাদের ভেতরের কথা বলার চেষ্টা করেছি।পজেটিভ বাংলাদেশকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। বাংলাদেশের যা-যা অর্জন, সেসব বড় করে পাঠকের কাছে হাজির করেছি।

ইমদাদুল হক মিলন বলেন, যে বাংলাদেশ অনেক কিছু অর্জন করেছে, সেই বাংলাদেশের খবর আমরা তুলে ধরেছি।পোশাক খাতের বাংলাদেশের অর্জন পাঠকের নিয়মিত তুলে ধরেছি। এছাড়া আবাসন শিল্প, ওষুধ শিল্প, চামড়া শিল্পসহ অন্যান্য ক্ষেত্রের খবর আমরা গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছি।

পদ্মাসেতু নির্মাণের মতো মহাযজ্ঞ কাজের খবর কালের কণ্ঠ গুরুত্বের সঙ্গে পরিবেশন করেছে বলেও মন্তব্য করেন তিনি।