English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭ ১৩:৪৬

শিক্ষা মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
শিক্ষা মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গণভবনে ২০১৮ শিক্ষাবর্ষে বিনামূল্যের বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করেন তিনি। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্টানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মান-উন্নয়নে আরও বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা তো ফেল করবে না, কারণ তাদের যথেষ্ট মেধা রয়েছে। সেই মেধার বিকাশ ঘটাতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রযুক্তির যুগে বিশ্ব খুব কাছের হয়ে গেছে। মানুষও বেশ তাড়াতাড়ি তা গ্রহণ করতে পারছে এবং শিখতে পারছে।

আজকের শিশুদের মধ্যে থেকেই আগামী দিনের প্রধানমন্ত্রী ও মন্ত্রী হবে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিশুরা, আমার সোনার ছেলেমেয়েরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে। আজকের শিশুদের মধ্যে থেকেই আগামী দিনের প্রধানমন্ত্রী ও মন্ত্রী হবে।