English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭ ১৪:৫৯

আজ খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল

অনলাইন ডেস্ক
আজ খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল

সারাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের খাওয়ানো  হচ্ছে ভিটামিন 'এ' ক্যাপসুল। আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২ কোটি ২১ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের এবং ১২ থেকে ১৫ মাস বয়সি শিশুদের ১টি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ১৯৭৩ সাল থেকে জাতীয়ভাবে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করে আসছে। জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন কে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালে জাতীয় 'এ' প্লাস ক্যাম্পেইন-২০১৭-এর দ্বিতীয় সেশনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।