English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৭ ১৬:৩৩

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

অনলাইন ডেস্ক
প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে জাতীয় বীরদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানাবেন। বিজয় দিবসের সূচনালগ্নের পর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ভরে উঠবে ফুলে ফুলে। এদিন সাভারের জাতীয় স্মৃতিসৌধ নতুন রূপে আবির্ভূত হয়। মহান এ বিজয়ের দিনে সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে শহীদ লাখো শহীদের সমাধিস্থল স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান। লাখো জনতা তাদের হৃদয়ের ভালোবাসা ও গভীর শ্রদ্ধায় বিনম্রচিত্তে ফুলে ফুলে ঢেকে দেবেন শহীদ বেদী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে এরই মধ্যে শেষ হয়েছে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ। রং তুলির আচড়ে স্মৃতিসৌধের বিভিন্ন স্থাপনা সেজেছে আপন সাজে। হ্রদের পানি বদলিয়ে নতুন পানি দেয়া হয়েছে। বিভিন্ন জাতের মনোমুগ্ধকর ফুল গাছ লাগানো হয়েছে।

স্মৃতিসৌধের মিনারগুলোতে ঘষে-মেজে পরিচ্ছন্ন করা হয়েছে। শেষ মুহূর্তে সৌধের পাদদেশসহ পায়ে চলার রাস্তাও রং-তুলির আঁচরে সাজানো হয়েছে। লাল-সবুজের সমারোহে নতুন সাজে সেজেছে ফুলের বাগানগুলো।   আশুলিয়ার যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার বাংলাদেশ প্রতিদিনকে এবারে বিজয় দিবস উৎযাপনের সাজ সাজ রব বিরাজ করছে গোটা সাভারের আশুলিয়ার এলাকায়। সকল প্রস্ততি সস্পন্ন ছাড়াও ঢাকা-আরিচা মহাসড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে, বিভিন্ন মহাসড়কের দুই পাশে ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে। এছাড়াও দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।   এদিকে, পুরো স্মৃতিসৌধে পানি ঢেলে ঝাড়ু দিয়ে ধুয়ে-মুছে পরিষ্কার করে চকচকে করে তোলায় ব্যস্ত সময় পার করছে শ্রমিক-কর্মচারীরা। শুকনো অংশে চলছে রং এর কারু কাজ। এবার স্মৃতিসৌধকে সাজানো হচ্ছে লাল-সবুজের আভায়। সাভার গণপূর্ত বিভাগের কর্মকর্তা জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৗশলী মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সৌধ প্রাঙ্গণের সব আনুষ্ঠানিকতার কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে। সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধ এলাকাটি গণপূর্তর কয়েকশ’ কর্মীর নিরলস পরিশ্রমে পেয়েছে এক নতুন রূপ। স্মৃতিসৌধ চত্বরের চারপাশে টবে টবে শোভা পাচ্ছে রঙিন ফুল। ছোট্ট গাছের সারিতে তৈরি করা হয়েছে লাল সবুজের পতাকা। রঙের তুলিতে স্থাপনাগুলো সেজেছে নতুনরূপে। এবার আধুনিক যন্ত্রপাতিতে ধুয়ে মুছে চকচকে করা হয়েছে স্মৃতিসৌধ চত্বরের প্রতিটি স্থাপনা, স্মৃতিসৌধের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই ১৩ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের প্রবেশধাধিকার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।   সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফকরুল আলম সমর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধের আশে নিরাপত্তার জন্য সিসিটিভি এবং পুলিশ ওয়াজ টাওয়ার বসানো হয়েছে। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। এবং জাতীয় স্মৃতিসৌধ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায়ও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গড়ে তোলা হয়েছে চার-স্তরের নিরাপত্তা বলয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন ২৬ পয়েন্টের বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরাও।