English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৭ ১০:৩৪

সিসিইউতে ফেরদৌসী প্রিয়ভাষিণী

অনলাইন ডেস্ক
সিসিইউতে ফেরদৌসী প্রিয়ভাষিণী

মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন। তার ছেলে কারু তিতাস জানান, গত রবিবার রাতে পায়ের গোড়ালিতে একটি অস্ত্রোপচারের পর এখন তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন।

চিকিত্সকরা সার্বিক অবস্থা বিবেচনায় ফেরদৌসী প্রিয়ভাষিণীকে ৭২ ঘণ্টার অবজারভেশনে রেখেছেন। হাসপাতালে অর্থোপেডিকস বিভাগের চিকিত্সক অধ্যাপক নকুল দত্তের অধীনে তার চিকিত্সা চলছে।    ফেরদৌসী প্রিয়ভাষিণী ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে চলতি বছর নভেম্বর মাসে নিজের বাসায় বাথরুমে পড়ে গোড়ালির হাড় স্থানচ্যুত হয়। এছাড়াও তিনি দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপে ভুগছেন। তার ডায়াবেটিস ও কিডনি জটিলতা রয়েছে।    ১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় জন্ম ফেরদৌসী প্রিয়ভাষিণীর। ১৯৭১ সালে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত হন। স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাঁকে মুক্তিযোদ্ধা খেতাব দেয়। এর আগে ২০১০ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক পান। ২০১৪ সালে একুশের বইমেলায় তাঁর আত্মজৈবনিক গ্রন্থ নিন্দিত নন্দন প্রকাশিত হয়।