English Version
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৭ ১৩:৫৪

রাজনীতিকরা মুক্ত থাকলে দুর্নীতি অর্ধেকে নেমে যাবে : কাদের

অনলাইন ডেস্ক
রাজনীতিকরা মুক্ত থাকলে দুর্নীতি অর্ধেকে নেমে যাবে : কাদের

দেশের দুর্নীতির জন্য রাজনৈতিক নেতাদের দায়ী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ''আমরা রাজনীতিকরা যদি দুর্নীতি মুক্ত থাকি, তবে দেশের দুর্নীতি অটোমেটিক্যালি অর্ধেক কমে যাবে। ''

শনিবার সকালে রাজধানীতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি এ সভার আয়োজন করে। বঙ্গবন্ধু সততা ও সাহসীকতার বিরল দৃষ্টান্ত রেখে গেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা যারা রাজনীতি করি এখান থেকে অনেক শিক্ষা নিতে পারি।  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু শিখিয়েছেন সততার আদর্শ, সততার আদর্শ বড় এসেট। একজন রাজনীতিকের জীবনের মানুষের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই, আর মানুষের ভালোবাসা পেতে হলে সৎ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছে থাকতে হবে, মাটির কাছে থাকতে হবে, এই শিক্ষা বঙ্গবন্ধু রাজনীতিকদের দিয়ে গেছেন। ”