English Version
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৭ ১২:৪৫

আনন্দ শোভাযাত্রা প্রস্তুতি চলছে

অনলাইন ডেস্ক
আনন্দ শোভাযাত্রা প্রস্তুতি চলছে

৭ মার্চের ভাষণকে ইউনেসকো ‘বিশ্ব ঐতিহ্য দলিল’ হিসেবে স্বীকৃতি দেয়ায় রাষ্ট্রীয় ভাবে আয়োজিত আনন্দ শোভাযাত্রা র প্রস্তুতি চলছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে বিভিন্ন সরকারী দপ্তর থেকে এক এক ব্যানারে কর্মকর্তারা উপস্থিত হচ্ছেন।

১২টায় আনন্দ শোভাযাত্রাটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে যাত্রা শুরু করবে। এরপর মিরপুর রোডের রাসেল স্কয়ার ক্রসিং হয়ে কলাবাগান দিয়ে সায়েন্স ল্যাব থেকে বামে মোড় নেবে। সেখান থেকে বাটা সিগন্যাল ও কাঁটাবন ক্রসিং পেরিয়ে শাহবাগ হয়ে ডানে মোড় নিয়ে ছবির হাট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে।

দেশের বিশিষ্ট রাজনীতিক, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, সংস্কৃতিক ব্যক্তি, ক্রীড়াবিদ, এনজিও কর্মী, স্কাউটসদস্যসহ বিভিন্ন পর্যায়ের মানুষ ও সরকারি কর্মকর্তা-কর্মচারিরা এতে অংশ নেবেন। এরপর উদ্যানের স্বাধীনতাস্তম্ভে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।