English Version
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৭ ১৯:১৭

বিদেশিদের সার্টিফিকেটের প্রয়োজন নেই : জয়

অনলাইন ডেস্ক
বিদেশিদের সার্টিফিকেটের প্রয়োজন নেই : জয়

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, 'অনেকে মনে করেন, বিদেশিরা যা বলে তাই ঠিক। আমরা তাদের ওপর নির্ভর করি।

কিন্তু এটা ঠিক নয়। সত্য-মিথ্যা যাচাইয়ে বিদেশিদের সার্টিফিকেটের প্রয়োজন নেই। তাদের সার্টিফিকেট ছাড়া আমরা চলতে পারি। আমরা তাদের সমান সমান, কারও চেয়ে কম নয়। ' রাজধানীর লেকশোর হোটেলে সোমবার সুচিন্তা ফাউন্ডেশনের 'রাজনীতির সত্য-মিথ্যা ও পদ্মা সেতুর অভিজ্ঞতা' শীর্ষক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি দেশের বুদ্ধিজীবীদের উদ্দেশে বলেন, আমাদের বুদ্ধিজীবীরা দেশের প্রশংসার পরিবর্তে দেশকে টেনে নামানোর কাজে ব্যস্ত।

জয় আরও বলেন, যারা মানুষের ভোটে ক্ষমতায় আসতে পারবে না,তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়। এই যে সুশীল সমাজ তারা মনে করে, আমরা স্মার্ট, ভালো ইংরেজি বলতে পারি। টাকা কামিয়েছি বেশ।

কিন্তু ক্ষমতায় তো যেতে পারছি না। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়। টাকা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে মানুষের ভালোবাসা প্রয়োজন। এ সময় পদ্মা সেতু নিয়ে নানা মিথ্যাচারের কথা উল্লেখ করে জয় বলেন, মিথ্যার বিরুদ্ধে জোর গলায় সত্যকে তুলে ধরতে হবে। বারবার বলতে হবে। শোনা কথা বিশ্বাস করবেন না। আর লেখা কথা অর্ধেক বিশ্বাস করবেন।