English Version
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৭ ০৬:৪৩

জিয়া সংবিধান ধ্বংস করেছে: ইসির সংলাপে আ’লীগ

অনলাইন ডেস্ক
জিয়া সংবিধান ধ্বংস করেছে: ইসির সংলাপে আ’লীগ

জিয়াউর রহমান সংবিধান ও সব প্রতিষ্ঠানের সক্ষমতা ধ্বংস করেছেন বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপি’র গুণগান নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের জের ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগও সংলাপে জিয়ার প্রসঙ্গ টেনেছে।

বুধবার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে প্রতিনিধি দলের প্রধান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইসির কাছে লিখিত প্রস্তাবে ‘গণতন্ত্র ও নির্বাচন’ বিষয়ে তুলে ধরেন।

এতে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ অগাস্টের অল্প কিছুদিনের মধ্যেই হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের হোতা মেজর জেনারেল জিয়াউর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও সেনা আইন লঙ্ঘন করে ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেন।‘বাংলাদেশের সংবিধান ও সকল প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ধ্বংস করে দেন, শুরু হয় স্বৈরশাসনের।’

লিখিত বক্তব্যে বলা হয়, এ স্বৈরশাসক তার অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার অভিপ্রায়ে ১৯৭৭ সালের ৩০ মে হ্যাঁ/না ভোটের আয়োজন করেন এবং তার পক্ষে হ্যাঁ ভোট প্রদানে সব আয়োজন সম্পন্ন করেন। ‘প্রহসনের এ নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষ যেমন তাদের ভোটাধিকার হারিয়ে ফেলেন অপরদিকে সব গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হয়ে যায়। এ ধারাবাহিকতা অব্যাহত থাকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত। জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে ক্ষমতা দখলকারী অপর স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনকালের অবসান ঘটে।’

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৯ পৃষ্ঠার লিখিত বক্তব্য তুলে ধরেন। জিয়াউর রহমানের গুণগান করার প্রসঙ্গ ইঙ্গিত করে আওয়ামী লীগের একজন নেতা ইসিকে উদ্দেশ্য করে বলেন, ‘ইতিহাসের স্যাটেলাইট বিষয় নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করবেন না।’

বৈঠক থেকে বের হয়ে সাংগঠনিক সম্পাদক পর্যায়ের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেছেন, সিইসির বক্তব্য ভুলভাবে ব্যাখ্যার অবকাশ থাকায় বিতর্ক এড়ানোর জন্য কমিশনকে সতর্কতার সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন জ্যেষ্ঠ এক নেতা।