English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৭ ১৫:২৩

গাজীপুর অক্সফোর্ড স্কুলে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
গাজীপুর অক্সফোর্ড স্কুলে জাতীয় শোক দিবস পালিত

 

১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সত্যিকারের সোনার বাংলা গড়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন গাজীপুরের অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস.এম. হাফিজুর রহমান বলেন, যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হত না সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি মুক্তি সংগ্রামের অবিসংবাদিত মহান নেতার আজ শাহাদাৎ বার্ষিকী।

 

যার সাহসী ও আপসহীন নেতৃেত্ব পাকিস্তানি শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বীর বাঙালী।

 

 শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন-যদি আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ায় অংশ গ্রহণ করি তাহলে এ দেশ একদিন বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াবে। সভাপতির বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা বলেন ১৫ আগস্টের এই শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ায় সকলকে অংশগ্রহণ করতে হবে।

 

এ সময় অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও অর্থসচিব মোঃ ওয়াজেদ আলী সহকারী প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, সহকারী শিক্ষিকা মাহফুজা আহম্মেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ সুজন আলী।

 

শোক দিবস উপলক্ষ্যে এক দোয়া মাহফিল, আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনের উপর শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় সংগীত, জাতীয় পতাকা অর্ধনমিত ও  এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।