English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৭ ১৫:০১

জামায়াত নেতা সুবহানের আপিল শুনানি ১৬ অক্টোবর

জামায়াত নেতা সুবহানের আপিল শুনানি ১৬ অক্টোবর

 

জামায়াত নেতা আব্দুস সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে আনা আপিল শুনানি আগামী ২৬ অক্টোবর ধার্য করা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ বুধবার এ দিন ধার্য করে আদেশ দেন।

 

 একই সঙ্গে রাষ্ট্র ও আসামি পক্ষকে আগামী দুই সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ দাখিল করতে বলা হয়েছে।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধীর অপরাধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি সুবহানকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন ট্রাইব্যুনাল।

ওই বছরের ১৮ মার্চ এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আব্দুস সুবহান।