English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৭ ১২:৫৫

বুধবার প্রথম দফায় সাংবাদিকদের সাথে ইসির বৈঠক শুরু

অনলাইন ডেস্ক
বুধবার প্রথম দফায় সাংবাদিকদের সাথে ইসির বৈঠক শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক নেতা ও সিনিয়রদের সঙ্গে দুই দিনব্যাপী বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন।

সিইসি কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠেয় প্রথমদিনের সংলাপে জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দও সিনিয়র সাংবাদিকরা অংশ নিবেন।

বুধবার সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠেয় প্রথমদিনের সংলাপে ৩৮ জন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে বেশ কয়েকজন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নানা ব্যস্ততার কারণে বিদেশে অবস্থান করছে। ফলে তাঁরা সংলাপে অংশ নিতে পারবেন না বলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন।

দ্বিতীয় দিনের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে মোট ৩৪জন সাংবাদিককে।

দ্বিতীয় দিনের সংলাপে টিভি চ্যানেল, রেডিও, অনলাইন ও সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার।