English Version
আপডেট : ১৫ আগস্ট, ২০১৭ ১১:৫৫

পান্থপথের হোটেল ঘিরে অভিযানে নিহত ১, আহত ১

অনলাইন ডেস্ক
পান্থপথের হোটেল ঘিরে অভিযানে নিহত ১, আহত ১

ঢাকার পান্থপথে একটি আবাসিক হোটেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট সদস্যদের অভিযানের মধ্যে সন্দেহভাজন এক জঙ্গি নিহত হয়েছেন এবং বোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পান্থপথের স্কয়ার হাসপাতালের কাছে হোটেল ওলিও ইন্টারন্যাশনাল নামের ওই হোটেল ঘিরে মঙ্গলবার ভোর থেকে এই অভিযান চলছে। কলাবাগান থানার এসআই সারোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোরে স্কয়ার হাসপাতালের কাছে হোটেল ওলিও ইন্টারন্যাশনাল নামের ওই হোটেলটি ঘিরে ফেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল পৌনে ১০টার দিকে চারতলা ওই ভবনের দিক থেকে বিকট বিস্ফোরণের পরপরই শুরু হয় গুলি।

বিস্ফোরণে হোটেলের চতুর্থ তলার রাস্তার দিকের অংশের দেয়াল ও গ্রিল ধসে নিচে পড়ে। চতুর্থ তলার ওই ধ্বংসস্তূপের মধ্যে একজনের দেহও পড়ে থাকতে দেখা যায় ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে। এ ছাড়া সেখান থেকে বিস্ফোরণের আওয়াজের পাশাপাশি ব্যাপক গোলাগুলির আওয়াজ শোনা যায়। এ সময় আহত অবস্থায় একজনকে বের করে আনতে দেখা যায়। আহত ব্যক্তি অভিযানে অংশ নেওয়া সাদা পোশাকের পুলিশ সদস্য বলে নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র।

অভিযান শুরুর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযান শুরু আগে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহিল কাফি বলেন, হোটেল ওলিওকে ভোর সাড়ে ৩টা থেকে ঘিরে রাখা হয়েছে। স্কয়ার হাসপাতালের সামনে থেকে ধানমণ্ডি পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, হোটেলের যে কক্ষে বিক্ষোরণ ঘটেছে, আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক সোমবার রাতে সেটি ভাড়া নেয়। হোটেলের রেজিস্ট্রার খাতার তথ্য অনুযাযী ওই যুবকের নাম সাইফুল ইসলাম, বাড়ি খুলনার ডুমুরিয়ায়। বিএল কলেজ থেকে সে অনার্স পাস করেছে। আমরা ধারণা করছি, ওই যুবকই নিহত হয়েছে। এদিকে, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হক বলেন, ভবনের ভেতরে জঙ্গিরা নাশকতার সরঞ্জাম নিয়ে অবস্থান করছে। তবে ভেতরে ক'জন আছে এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য আমরা পাইনি।