English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৭ ১২:৩৪

'ছয় ঘন্টা ফেসবুক বন্ধের খবর সঠিক নয়'

অনলাইন ডেস্ক
'ছয় ঘন্টা ফেসবুক বন্ধের খবর সঠিক নয়'

প্রতিদিন মাঝরাত থেকে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক বন্ধ রাখার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে খবরটি সঠিক নয়। তাছাড়া এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বরং এ নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছে তারা।

সোমবার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে আরো বলা হয়,  ‘মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক’ শিরোনামে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।

এর  আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা যায় কি না, এ বিষয়ে টেলিযোগাযোগ বিভাগের মতামত জানতে চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সময়ে তরুণ সমাজকে ফেসবুক আসক্তি থেকে মুক্ত করার জন্য এ ধরনের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে ভাবছে সরকার। তিনি আরও জানান, এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পর্যালোচনা করে মতামত দেবে। এ বিষয়ে মতামত পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।