English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৭ ১৭:০৯

‘জিডিপির প্রবৃদ্ধি হবে সাড়ে ৭ শতাংশ’

অনলাইন ডেস্ক
‘জিডিপির প্রবৃদ্ধি হবে সাড়ে ৭ শতাংশ’

ঢাকা : ‘চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশের কাছাকাছি হবে বলে আশাবাদ প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের হিসাবে ২০১৭ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে প্রায় ৩ শতাংশ। অর্থাৎ দীর্ঘ মন্দা কাটিয়ে উঠতে পারবে উন্নত দেশগুলো। ফলে আমাদের দেশের অবস্থাও ভালো যাবে। আমরা এ অর্থবছরে সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধির কাছাকাছি যেতে পারব বলে আশা করছি।’

এই সাড়ে ৭ শতাংশ কীভাবে হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি এ বছর ভালো হবে। শিল্প খাতে উৎপাদন পরিস্থিতি ও রাজস্ব আদায়ের প্রবৃদ্ধিও ভালো হবে।

সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা-২০১৭ প্রতিবেদনে চলতি বছরে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রবাসী আয় প্রবাহ কমলেও এর প্রভাব জিডিপির ওপর পড়বে না। কারণ জিডিপি হিসাব করতে প্রবাসী আয় ধরা হয় না।

মন্ত্রী আরো বলেন, পরিসংখ্যান ব্যুরোকে আমরা আরো শক্তিশালী করবো। কারণ অতিপুরাতন ডাটা দিয়ে তারা কাজ করে। সেই পুরাতন ডাটাকে তারা আপডেট করে কাজ করে।

এ সময় পরিকল্পনা সচিবসহ কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।