English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৭ ১১:৫৩

মুসলিম উম্মাহের কল্যাণ কামনায় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক
মুসলিম উম্মাহের কল্যাণ কামনায় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত

টঙ্গী থেকে: বিশ্বমুসলিম উম্মাহর সুখ-শান্তি, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনার পাশাপাশি সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি এবং সার্বিক কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে।

রোববার বেলা ১১টায় শুরু হওয়া আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মারকাজের হজরত মাওলানা মুহাম্মদ সাদ।    এ সময় তার সঙ্গে হাত তুলেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।  মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করেন তারা। 

এ সময় 'আমিন, আল্লাহুম্মা আমিন' ধ্বনিতে তুরাগ তীর মুখরিত করে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখ লাখ মুসল্লি।